Litonahmed.com

মেড ইন বাংলাদেশ এক্সপো™ – সৌদি আরব এডিশন ২০২৫ ঘোষণা, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি

Uncategorized
বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতিকে বিশ্ববাজারে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে মেড ইন বাংলাদেশ এক্সপো™ – সৌদি আরব এডিশন ২০২৫। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক্সপোর বিস্তারিত ঘোষণা দেওয়া হয়। আগামী ১১–১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জেদ্দার মর্যাদাপূর্ণ রেডিসন ব্লু হোটেলে এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সপোর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. লিটন আহমাদ, ইভেন্ট পার্টনার Ad Point-এর সিইও আফতাফ বিন তমিজ, সাংবাদিক প্রতিনিধি এম আই আলাউদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি সহ আরও বহু গণমাধ্যম প্রতিনিধি।

এক্সপোর মূল আকর্ষণ

• বাংলাদেশ ও সৌদি আরবের ৫০+ প্রদর্শক প্রতিষ্ঠান
•সরাসরি B2B নেটওয়ার্কিং সেশন
•সৌদি ভিশন ২০৩০ ও স্মার্ট বাংলাদেশ ২০৪১ কেন্দ্রিক ট্রেড ও ইনভেস্টমেন্ট সেমিনার
•সৌদি আরবে অবস্থানরত প্রায় ২৫ লাখ প্রবাসী বাংলাদেশির অবদানকে স্বীকৃতি জানিয়ে বিশেষ প্রবাসী দিবস
•গার্মেন্টস, চামড়াজাত পণ্য, জুট, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, রিয়েল এস্টেট ও সংস্কৃতি খাতের প্রদর্শনী
 
বক্তাদের বক্তব্য
 
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. লিটন আহমাদ বলেন,
 
“মেড ইন বাংলাদেশ এক্সপো™ কেবল একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের ব্র্যান্ড শক্তিকে বিশ্বে তুলে ধরার একটি মিশন। এই আয়োজন আমাদের রপ্তানি খাতকে এগিয়ে নেবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক ব্যবসার আরও শক্তিশালী অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
 
Ad Point-এর সিইও আফতাফ বিন তমিজ বলেন,
 
“আমরা বিশ্বাস করি এই এক্সপো বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য সৌদি আরবসহ পুরো উপসাগরীয় অঞ্চলে ব্যবসার নতুন দুয়ার খুলে দেবে।”

সাংবাদিকদের ভূমিকা

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এক্সপোর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরেন। আয়োজকরা সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া এই ধরনের আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্ভব নয়।

দ্বিপাক্ষিক সম্পর্কের তাৎপর্য

২০২৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এই এক্সপো সেই ঐতিহাসিক সম্পর্ক উদযাপনের অংশ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

1000045179

আয়োজনে

গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (GCCI)
গ্লোবাল ট্রেড প্রোমোশন কাউন্সিল অব বাংলাদেশ (GTPCB)
 
সহযোগিতায়
 
এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (EPB)
বাংলাদেশ এসএমই ফাউন্ডেশন
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরব
Tag Post :
MadeInBangladesh
Share This :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *